মারজুক রাসেলের কিছু কবিতা।
মারজুক রাসেল। বাংলাদেশ-এর সুপরিচিত অভিনেতা এবং গীতিকার। বাংলাদেশের বহু নামী ব্যান্ডের অনেক বিখ্যাত গান মারজুক-এর লেখা। নগর বাউল জেমস-এর গানও মারজুকেরই লেখা।আর এইসবের আড়ালে লুকিয়ে থাকেন কবি মারজুক।একেবারেই অন্য কলমের সেসব কবিতা।আর গোপনচারী হয়ে থাকতে পছন্দ করা কবি।ভাবনাচলনের বহুরৈখিকতায় বিশ্বাসী মারজুক, ভাবনাস্তরটিকে নানা দিক থেকে আবিষ্কার ও আলোকিত করে তোলায় বিশ্বাসী মারজুক, নিজের ভাবনাসূত্রটিকে কখনও ভালবেসে কখনও আক্রমণ করে কখনও পরিহাস রঙ্গ করে আর কখনও বা স্রেফ স্টিয়ারিং-এ উদাস ী হাত রেখে বা জুতোয় বাউলের পা গলিয়ে শিকলমুক্ত ভ্রামক হয়ে বেরিয়ে পড়েন নিজেরই ভাবনাপথে আর শব্দে লিপিত করেন পাওয়া না-পাওয়া বিস্ময় জিজ্ঞাসা সব। তো হোল অনেক ভারী ভারী কথাবার্তা।মারজুক, আমার ভাই। পক্ষপাত, তা, একটু আছে। তার দু একটা কবিতা পড়ে নেওয়া যাক, নাকি! কাজি অফিস লং-ড্রাইভ। চাঁদে আর যাচ্ছি না কখনো। জ্যোৎস্না পড়ছে গায়ে, গড়াতে শেখার পর লক্ষ্য ঠিক রেখে পায়ে, জুতোর ওপর, ঘাসে ; অতিরিক্ততার পাশে। ওসবের পিছু পিছু প্রেমও পড়ার চেষ্টা করছে ছড়াতে পারার ক্ষমতা পেলেই পড়ে যাবে-- 'অনেক উপরে, আকাশেই প্রেম থা...
Comments
Post a Comment