যমজ পুত্র সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

আবার বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার যমজ পুত্র সন্তান হয়েছে তার। সোমবার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রী হনুফা আক্তার রিক্তার কোল আলো করে পৃথিবীতে অাসে দুই পুত্র সন্তান।
নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানা গেছে।
যমজ পুত্র সন্তানের বাবা হয়ে আনন্দ প্রকাশ করে রেলমন্ত্রী মুজিবুল হক নবজাতকদের জন্য সকলের দোয়া চেয়েছেন।
জান্নাতুল মাওয়া নামে মন্ত্রী মুজিবুল হকের সাড়ে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

Comments

Popular posts from this blog

মারজুক রাসেলের কিছু কবিতা।

আউলা | মারজুক রাসেল

একজন সৃষ্টিশীল মানুষ।