Posts

যমজ পুত্র সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

Image
আবার বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার যমজ পুত্র সন্তান হয়েছে তার। সোমবার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রী হনুফা আক্তার রিক্তার কোল আলো করে পৃথিবীতে অাসে দুই পুত্র সন্তান। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানা গেছে। যমজ পুত্র সন্তানের বাবা হয়ে আনন্দ প্রকাশ করে রেলমন্ত্রী মুজিবুল হক নবজাতকদের জন্য সকলের দোয়া চেয়েছেন। জান্নাতুল মাওয়া নামে মন্ত্রী মুজিবুল হকের সাড়ে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

`বাঁশখালীতে আত্মমানবতার সেবায় আব্দুল্লাহ কবির লিটন সমর্থক গোষ্ঠী’

Image
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ঠ রাজনীতিবিদ ও সমাজ সেবক শিল্পপতি আবদুল্লাহ কবির লিটনকে কেন্দ্র করে গড়ে উঠা সংগঠন বাঁশখালীস্থ নগরীর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন আলহাজ্ব আব্দুল্লাহ কবির লিটন সমর্থকগোষ্ঠীর উদ্যোগে শনিবার বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্য ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।  এতে প্রায় ৫ শতাধিক  শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের হলে  আব্দুল্লাহ কবির লিটন সমর্থকগোষ্ঠীর সভাপতি মোহাম্মদ মারুফুল ইসলামের সভাপতিত্বে বাহারচড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় ব্লাডগ্রুপ নির্ণয়ের কর্মসূচি পূর্ববর্তী আলোচনা সভায়  বক্তব্য রাখেন বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ, বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিঠির সদস্য আরিফুজ্জামান আরিফ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনছারুল হক চৌধুরী আদিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসু...

মারজুক টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত থাকায় ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ।

Image
বাঁশখালী উপজেলায় সচেতনতা সৃষ্টিকারী জনপ্রিয় সংগঠন মারজুক ফ্যান'স গ্রুপের নিউজ পোর্টাল মারজুক টিভির সপ্রচার সাময়িকভাবে স্থগিত থাকায় এলাকায় বাড়ছে পরকীয়াসহ সৌদী প্রবাসী কন্যাদের অবাধ মেলামেশা। এ নিয়ে এলাকার সচেতন নাগরিক সমাজ ভীষনভাবে হতাশ। এলাকার সচেতন সমাজের সাথে মারজুক টিভির সাক্ষাতকালে জানা যায়, বেশকিছুদিন ধরে এলাকায় অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে। অনেক বিদেশীওয়ালা স্ত্রীদের রিজার্ভ করা সিএনজিতে যখন-তখন আপত্তিকরভাবে চলাফেরা করতে দেখা যায়। এলাকার এ পর্যায়ের পরিস্থিতির সামাল দিতে মারজুক টিভির সম্প্রচার পুরোধমে চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন এলাকার সচেতন নাগরিক সমাজ।

একজন জাফর ইকবাল ও আমাদের চেতনাবোধ।

Image
১। অধ্যাপক জাফর ইকবাল আমেরিকার মতো দেশে ছিলেন। লোভনীয় চাকরি, ভোগ বিলাসময় জীবন ছেড়ে চলে আসলেন দেশে। দেশে এসে যোগ দিলেন সদ্য প্রতিষ্ঠিত এক বিশ্ববিদ্যালয়ে। একটা সদ্য প্রতিষ্ঠিত ভার্সিটিতে হাজারটা সীমাবদ্ধতা থাকে। সব কিছুকে পাশ কাটিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে এই ভার্সিটি প্রযুক্তি চর্চায় সরাসরি বুয়েটের সাথে প্রতিযোগিতা শুরু করে দিল। সামনে থেকে নেতৃত্ব দিলেন এই মানুষটা। প্রতি বছর তাঁর হাত দিয়ে বের হওয়া ছেলে মেয়েরা ছড়িয়ে যেতে লাগল পৃথিবী ব্যাপী। একজন জাফর ইকবাল হয়ে গেলেন বৈশ্বিক শিক্ষক। এই মানুষটাকে, হ্যাঁ এই মানুষটাকে আমরা সম্মান দিয়ে বলি "ষাঁড়"। একজন বলে না, একশ জন বলে না, এক হাজার জন বলে না। জাফর ইকবালকে ষাঁড় বলা মানুষের সংখ্যা কয়েক লাখ। আচ্ছা, জাফর ইকবাল এই "ষাঁড়" ডাক শুনে কষ্ট পেতেন না? তাঁর বুকে কী এই ব্যাপারটা একটুও লাগত না? তাঁর আশেপাশের মানুষ কষ্ট পেত না? আপনি যদি জাফর ইকবালকে ঘৃণা করেও থাকেন তবে এই শাস্তিটাই তো যথেষ্ট হওয়ার কথা। তাঁকে পেছন থেকে ছুরি মারার খুব বেশি দরকার ছিল? ২। ড্রোন শব্দটা আমাদের কাছে সব সময়ই কৌতূহলের জিনিষ। যখন থেকে ড্রো...

০৩ নং খানখানাবাদ ইউনিয়ন ০২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগ কমিটির অনুমোদন।

Image
বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট ০৩ নং ইউনিয়ন ছাত্রলীগ। বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদকের সময়পোযোগী নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন দরকার বলে মনে করেন ০৩নং ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি খালেকুল ইসলাম লিটু। তারই ধারাবাহিকতাই সভাপতি ও সাধারন সম্পাদকের অনুমোদনে ০২নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। রাশেদুল ইসলামকে সভাপতি ও মোঃ শওকতকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিন জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম, ইউনিয়ন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী আতিকুর রহমান দুর্জয় সহ আরো অনেকে।

সবজির যত উপকার।

Image

বন্ধনহীন জীবনে।

Image
চিরকুমার। শব্দটার মধ্যে অদ্ভুত এক নস্টালজিয়া! এক জীবনে যারা বিয়ে করেন না তাদেরকে বলা হয় চিরকুমার। তবে জীবনের শেষ প্রান্তে এসেও অনেকেই কুমারত্ব ঘুচান। একজন চিরকুমারকে ঘিরে সমাজে নানা কানাঘুষা চলে। উনি কেন বিয়ে করলেন না? প্রেম-টেম ছিল নাতো? নাকি অন্য সমস্যা? উনার প্রেমিকা কি অন্যের ঘরে চলে গেছে? এইসব নানা প্রশ্ন ঘুরপাক খায় চিরকুমারকে নিয়ে। তবে শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-সাধকদের মধ্যে চিরকুমার হওয়ার প্রবণতা দেখা যায় বেশি। আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে, ব্যর্থ প্রেমিকদের বেশিরভাগ থেকে যান চিরকুমার হয়ে। তারা পুরোনো প্রেমে এতটাই স্মৃতিকাতর থাকেন যে নতুন করে আর ঘরবাঁধা হয় না। ২. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী ছিলেন চিরকুমার। কিন্তু তিনি কেন বিয়ে করেন নি, সে বিষয়ে কেউই তার কাছ থেকে সদুত্তর পায়নি। তাই সৈনিক জীবনে বীরত্ব দেখালেও বাস্তব জীবনে বিয়ে করে সেই শৌর্য-বীর্য তিনি দেখাতে পারেননি। প্রখ্যাত লেখক আহমদ ছফা বিবাগীর মতো জীবন কাটিয়েছেন। অনেক সময় তিনি এ নিয়ে হাস্যরসও করতেন। ফকির আলমগীরের গানের কথা ধার করে গাইতেন, ‘আমি ঘর করলাম না রে, সংসার করলাম না রে...।’ এটা তার...